১০ মিনিট চার্জ করে ৬ ঘণ্টা কথা বলা যায় এই ফোনে

দেশের বাজারে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ‘ভিভো ভি৫০ ফাইভজি’ মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি থাকায় মাত্র ১০ মিনিট চার্জ করে ৬ ঘণ্টা পর্যন্ত কথা বলা যায়। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৬২ হাজার ৯৯৯ টাকা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির সামনে-পেছনে ৫০ মেগাপিক্সেলের তিনটি জাইসেল ক্যামেরা থাকায় সহজেই উচ্চ রেজল্যুশনের পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়। রয়েছে সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন সুবিধাও। এর ফলে ছবি তোলার সময় হাত নড়ে গেলেও ভালো মানের ছবি তোলা যায়।

স্ট্যারি ব্লু ও স্যাটিন ব্ল্যাক রঙে বাজারে আসা ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরসহ ১২ গিগাবাইট র‍্যাম রয়েছে, যা আরও ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা সম্ভব। আইপি৬৮-৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় ফোনটি ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না।

এআই প্রযুক্তি সমর্থন করায় ফোনটিতে গুগল জেমিনি এআই চ্যাটবট ব্যবহারের পাশাপাশি ভিভোর এআই ট্রান্সস্ক্রিপ্ট, লাইভ টেক্সটের মতো বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সহজেই ব্যবহার করা সম্ভব।

Your Ads

Ready to take your business to the next level?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your Ads

Ready to take your business to the next level?