চলন্ত বাসে কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীকে মারধর

হাফ ভাড়া দেওয়ায় কবি নজরুল কলেজের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়াসহ আরেক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের হেল্পার। এ ঘটনাকে কেন্দ্র করে বাহদুর শাহ্ পার্কের সামনে কবি নজরুল কলেজ ছাত্রদল ভিক্টর ক্লাসিক পরিবহনের প্রায় ৩০টিরও অধিক বাস আটকে রেখেছে।

মঙ্গলবার (৪ মার্চ) কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফাইয়াজ তাজওয়ার হাসিবকে ভিক্টর ক্লাসিক বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী ওবায়দুর রহমানকে চলন্ত বাসে আটক করে বেধরক মারধর করে এবং কিডন্যাপ করার হুমকি দেওয়া হয়।

ফাইয়াজ তাজওয়ার হাসিব ও ওবায়দুর রহমান কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

ফাইয়াজ ও ওবায়দুর সদরঘাট থেকে বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করেন। বাড্ডা (নতুন বাজারা) যাওয়ার পর হাফ পাশ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে তর্কের জেরে ফাইয়াজ তাজওয়ার হাসিবকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের হেলপার। এ সময় ওবায়দুর রহমান অন্য শিক্ষার্থী ফাইয়াজকে বাস থেকে ফেলে দেওয়ার প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলেন অভিযোগ করেন ওবায়দুর।

এ সময় তিনি জানান, বাসে দুই শিক্ষার্থী ব্যতীত আর কোনো যাত্রী ছিল না।

ভুক্তভোগী আরেক শিক্ষার্থী ফাইয়াজ বলেন, আমি সদরঘাট থেকে বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করি। বাড্ডা (নতুন বাজার) যাওয়ার পর হাফ পাস ভাড়া দিয়ে বাস থেকে নামার সময় তর্কের জেরে আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর বাস জোরে টান দিয়ে চলে যান। আমি আহত হই ও মোবাইল ফোন রাস্তায় পড়ে ভেঙ্গে যায়।

গুরুতর আহত শিক্ষার্থী ওবায়দুর রহমান বলেন, আমাকে চলন্ত বাসে আটক করে কয়েক দফায় নির্যাতন করা হয়। কিডনি বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয় ও আমার কাছে ২০ হাজার টাকা ও ফোন দাবি করেন। আমার লিঙ্গ কেটে দেওয়ার হুমকি প্রধান করে। বাসচালক ও হেল্পার আমাকে কয়েক দফায় নির্যাতন করার পর হঠাৎ রাস্তায় নামিয়ে দেয়। বাস থেকে নামানোর সময় আমাকে গাড়ি ভাড়া দিয়ে দেওয়া হয়, খাবার খাওয়ার আমন্ত্রণ করা হয়। শার্ট ছিড়ে যাওয়ায় হেল্পার তার নিজের গেঞ্জি পড়তে বলে।

নামপ্রকাশে অনিচ্ছুক ভিক্টর ক্লাসিক পরিবহনের এক হেল্পার জানান, আমাদের পরিবহনের এক হেল্পারের হাতে কবি নজরুল সরকারি কলেজের দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতা ফাহিম আহমেদের নির্দেশে তার ছোট ভাইয়েরা আমাদের পরিবহনের প্রায় ২৫টির বেশি বাসের চাবি নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমাদের কি দোষ বলেন? আমরা তো কোনো শিক্ষার্থী ওপর হামলা চালাইনি। তবে যে বা যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের ধরে বিচার করেন। আমাদের ইনকাম বন্ধ কইরেন না।

Your Ads

Ready to take your business to the next level?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your Ads

Ready to take your business to the next level?