মোঘরখাল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাজীপুরের মোঘরখাল আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার, প্রধান শিক্ষক ও ফাউন্ডার অগ্রণী মডেল কলেজ।ফাউন্ডার ও ডিরেক্টর, BGIFT Institute of Science and Technology।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হালিম মিয়া, সভাপত বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন, গার্জীপুর মহানগর। প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ল্যাংগুয়েজ উচ্চ বিদ্যালয়।

সভাপতিত্ব করেন জনাব নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক, মসজিদ আয়েশা (রাঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোজাম্মেল হক এবং জনাব মোঃ আতাউর রহমান কাজী।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনাব গুলজার হক, এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব মোঃ হোসাইন মিয়াজী, মোঘরখাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা।সারা দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করে। পুরো আয়োজনটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল অত্র স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Your Ads

Ready to take your business to the next level?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your Ads

Ready to take your business to the next level?