সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জে ছাত্রদল নেতা শাফিন আহম্মেদ জিসানকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. স্বপন সেখ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া শাফিন আহম্মেদ জিসান সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহরের দিয়ারধানগড়া মহল্লার শরিফুল ইসলাম ইন্নার ছেলে।
ওই চিঠিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শাফিন আহম্মেদ জিসানের সঙ্গে কোনো রূপ সাংগঠনিক সর্ম্পক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও এখন থেকে জিসানের কোনো কর্মকাণ্ডের দায় ছাত্রদল গ্রহন করবে না বলেও উল্লেখ রয়েছে।
এ বিষয়ে শাফিন আহম্মেদ জিসান বলেন, ‘আমার বিরুদ্ধে আসলে তেমন কোনো অভিযোগ নেই। তবে একটি বিশেষ বাহিনীর চাপের কারণে ছাত্রদল এই সিদ্বান্ত নিয়েছে।’
- জামায়াত শাপলাকে, আ.লীগ শাহবাগকে ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করেছে - March 13, 2025
- এখানে কোনও ‘ইফস’ এবং ‘বাটস’ নেই, আওয়ামী লীগ ইস্যুতে হাসনাত - March 13, 2025
- যমুনায় যাওয়ার চেষ্টা শিক্ষকদের, পুলিশের জলকামান-লাঠিচার্জ - March 12, 2025