এখন থেকে লেবাননে যেতে বাংলাদেশি কর্মীদের বাধা নেই

লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল সে‌টি প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা।
বুধবার (৫ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় লেবাননের বাংলাদেশ দূতাবাস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার (৪ মার্চ) স্থগিতাদেশ প্রত্যাহার করে।

বার্তায় বলা হয়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দি‌য়ে‌ছে। শ‌র্তে বলা হ‌য়ে‌ছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে, ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।
লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছর ৮ আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয়। লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের লেবাননে গমন না করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে।

গত সাত মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয়, লেবাননের যুদ্ধপরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশ‌টি থে‌কে গত বছর ২১ অক্টোবর থেকে চল‌তি বছর পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। পাশাপা‌শি আন্তর্জা‌তিক অ‌ভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় কিছু বাংলা‌দে‌শি দে‌শে ফি‌রে‌য়ে আনা হয়।

Copied from: https://rtvonline.com

Your Ads

Ready to take your business to the next level?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your Ads

Ready to take your business to the next level?