নতুন ক্যাপ্টেন আমেরিকা আসছে বাংলাদেশে

দুনিয়া মাতানো ক্যাপ্টেন আমেরিকা এবার আসছে বাংলাদেশে। ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে এই সিরিজের নতুন ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মুক্তির আগে থেকেই আলোচনার ঝড় তোলা ছবিটি মুক্তির পর বক্স অফিস মাতিয়ে চলেছে। এবার বাংলাদেশের ভক্তরাও নড়েচড়ে বসতে পারেন। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে চলেছে কাঙ্ক্ষিত এই ছবি। ২০২৫ সালের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে পর্দায় এসেছে ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা এটি। স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন জেগে ওঠা ‘তিয়ামুত’ দ্বীপের আধিপত্য নিয়ে বিশ্বরাজনীতির চাপে কীভাবে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন স্যাম? সেই প্রশ্নের উত্তর থাকবে এই সিনেমায়। এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে রেড হাল্ককে। এর আগে রেড হাল্কের অল্টার ইগো থান্ডারবোল্ট রসকে দেখা গেছে এমসিইউতে। অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে সেই চরিত্রে অভিনয় করছেন ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পর থেকে। সেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের দেওয়া ঢালটি গ্রহণ করেন। সেই সিরিজের সফলতা দেখে আশা করা হচ্ছে, সিনেমাটি তার ফ্যানবেজের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবে। বিশ্বব্যাপী ভক্তরা এই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা করছেন। বিশেষ করে নতুন ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অ্যান্থনি ম্যাকির অভিনয় এবং হ্যারিসন ফোর্ডের রেড হাল্ক চরিত্র নিয়ে কৌতুহলের শেষ নেই। বক্স অফিসে দারুণ সূচনা করেছে ছবিটি। ভ্যালেন্টাইনস ডে এবং প্রেসিডেন্টস ডে উইকএন্ডে যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলার আয় করেছে এই ছবি, যা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আর আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ৯২.৪ মিলিয়ন ডলার আয় করেছে। যার ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৯২.৪ মিলিয়ন ডলারে। সিনেমাটি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে ছুটির দিনে অন্যতম সেরা ওপেনিংয়ে নাম লিখিয়েছে। সে সঙ্গে ২০২৫ সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবেও শীর্ষে পৌঁছালো ছবিটি। একই সময়ে মুক্তি পাওয়া আরও কিছু সিনেমার বক্স অফিস খবর অনুযায়ী সবার শীর্ষে আছে ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। রটেন টমেটোজে ছবিটির অডিয়েন্স স্কোর ৮০%। ছবিতে ক্যাপ্টেন আমেরিকা বা স্যাম উইলসনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন অ্যান্টনি ম্যাকি। হ্যারিসন ফোর্ড প্রেসিডেন্ট থ্যাডিয়াস ‘থান্ডারবোল্ট’ রসের চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন।

Your Ads

Ready to take your business to the next level?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your Ads

Ready to take your business to the next level?