শীতে ত্বকের যত্ন ৫ উপায়ে

শীতের ছোঁয়ায় ত্বক হয়ে ওঠে আরও রুক্ষ্ম ও নির্জীব। আর রুক্ষ্ম ও নির্জীব ত্বকে দেখা দেয় নানা সমস্যা। বলিরেখা, ডার্ক সার্কেলসহ নানান ত্বকের সমস্যা ঘিরে ধরে আপনাকে। তাই শীতে রুক্ষ্ম ত্বকের যত্ন নিতে পারেন ৫ উপায়ে।

রূপ বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের শুষ্কতা, রুক্ষ্মতা, নির্জীব বা মলিন ভাব ঘোচাতে নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে। আর এর জন্য ভরসা রাখতে পারেন ওলিভ ওয়েল, নারিকেল তেল, চালের গুড়া, লেবু, চিনি, গোলাপজল, মুলতানি মাটি বা চন্দনকে।

এ সাত উপাদান দিয়ে নিয়মিত ত্বকের যত্ন নিলেই ত্বকের রুক্ষতা ও নির্জীব ভাব দূর হয়ে দ্যুতি ছড়াবে উজ্জ্বলতা ও কোমলতা। তাই আসুন জেনে নিই, ত্বকের যত্নে কিছু কার্যকরী নিয়ম-

১। মুখের ত্বকের যত্নে নিয়মিত রাতে মুখ ভালো কোনো ব্র্যান্ডের ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন। এরপর পরিষ্কার ত্বকে অলিভ অয়েল মালিশ করে ঘুমিয়ে পড়ুন।

২। গোসলের পর ভেজা ত্বকে নারিকেল তেল পুরো ত্বকে মালিশ করুন। এতে তেল সহজে শুষে নিতে পারে ত্বক। সেই সঙ্গে তেল থেকে পাবে প্রয়োজনীয় পুষ্টিও।

৩। ত্বকের মরা কোষ প্রাকৃতিকভাবে দূর করতে কাজ করতে পারে অলিভ অয়েল। তবে আরও ভালো কাজ করতে অলিভ অয়েলের সঙ্গে লেবু, চিনি, মিশিয়ে ত্বকে ঘষুন।

৪। চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল, বলি রেখা এমনকি রোদে পোড়া ভাব দূর করতেও কাজে লাগাতে পারেন অলিভ অয়েল। এর জন্য আঙুলের ডগায় অলিভ অয়েল নিয়ে নির্দিষ্ট স্থানে আলতোভাবে মালিশ করুন।

৫। ত্বকে গ্লো আনার পাশাপাশি যদি সতেজ ও সুন্দর ত্বক চান তবে মুলতানি মাটি বা চন্দনের সঙ্গে মিশিয়ে নিন গোলাপজল। এ ফেসপ্যাক রাতে ব্যবহার করুন।

নিয়মিত এ ৫ যত্নে ত্বকে গ্লো আসার পাশাপাশি মিষ্টি একটা সুগন্ধে আপনার আশপাশ ভরে উঠবে। ত্বকও থাকবে সতেজ ও প্রাণবন্ত।

Your Ads

Ready to take your business to the next level?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your Ads

Ready to take your business to the next level?