২০২৫ সালের শবে বরাত, রমজান, শবেকদর, শবেকদর, ঈদ ও হজের মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো কবে, কত তারিখে পালন করতে হবে এর সম্ভাব্য তারিখ তুলে ধরা হলো- শবেবরাত-১৫ ফেব্রুয়ারি (শনিবার)।বিশ্ব ইজতেমা- ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি।রমজান -২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ মার্চ শেষ হতে পারে। (শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে)জুমাতুল বিদা- ২৮ মার্চ (শুক্রবার)।শবেকদর- ২৭ মার্চ (বৃহস্পতিবার)। ঈদুল ফিতর- ৩০ অথবা ৩১ মার্চ (সোমবার, চাঁদ দেখার ওপর নির্ভর করে)।ঈদুল আজহা- ৭ জুন (শনিবার চাঁদ দেখার ওপর নির্ভর করে)।হজ- চাঁদ দেখার ওপর নির্ভর করে ৫ জুন থেকে শুরু হতে পারে।আশুরা- ৬ জুলাই (রবিবার)।ঈদে মিলাদুন্নবী- ৫ সেপ্টেম্বর (শুক্রবার)।রমজান, ঈদ, হজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে।ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। এখানে ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে রমজান, ঈদ ও অন্যান্য বিশেষ ইবাদতের দিনগুলো তুলে ধরা হয়েছে। আরবি মাসে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।
- জামায়াত শাপলাকে, আ.লীগ শাহবাগকে ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করেছে - March 13, 2025
- এখানে কোনও ‘ইফস’ এবং ‘বাটস’ নেই, আওয়ামী লীগ ইস্যুতে হাসনাত - March 13, 2025
- যমুনায় যাওয়ার চেষ্টা শিক্ষকদের, পুলিশের জলকামান-লাঠিচার্জ - March 12, 2025